রাখালছেলে গাইছিল গান

হায়রে আমার প্রানের সাথী
প্রাণের মাঝে রইলি গাঁথি
কি ধন লাগি ভুললি মোরে
রইলি না মন আপন করে।
গাইছিল গান রাখাল ছেলে
মনের শোকে প্রাণ সে খুলে।

উঠল ঝড় আকাশ মাঝে
ছাইল অমা মেঘের সাজে।
ছুটল পাখি নীড়ের খোঁজে
সবুজ মাঠে দুচোখ বুজে
রইল বসি রাখাল ছেলে
মনের দুঃখে একলা ভুলে।
তারই সাথে রইল পড়ি
হারিয়ে যাওয়া ধেনুড় দড়ি।

ধেনুর লাগি প্রাণ যে কাঁদে
পরম শোকে মন রে বাঁধে।
চোখের জলে ভাসিয়ে দিয়ে
ফিরল ঘরে পাহাড় বেয়ে।

মাকে ঘরে কেঁদে শুধায়
হারিয়ে গেল ধেনু কোথায়!
কাঁদবিনা বাপ শোকে এমন
ফিরছে ঘরে গাভী রতন।
গাইছিল গান রাখাল ছেলে
চাইল ধেনু দুচোখ মেলে।

পিকলু চন্দ
১৩.০৭.২০২০