প্রতিচ্ছবি

কিসের আলো আজ ভাসল চোখে
প্রাণ যে আমার কেন টলমল!
যেথায় দেখি শুধু তারে পাই,
কিছু ভাবাই যেন বারণ হলো।

কিসের খোঁজে দিন চলে যায়
রাত যে কাটে জেগেই থেকে,
আমি যেথায় আছি সেথাই রই-
শুধু কাল যে ছুটে আপন সুখে।

আমার মনের মাঝে হাজার দ্বন্দ্ব
আড়াল হতেই ছুটতে যায়,
দৃশ্য মাঝে নিজেরেই দেখি
হারিয়ে গেলেও কিসের দায়!

আধার শুধু দেখি বাড়ছে যত
আলোর খোঁজে- ই পথ চলা,
আঁধার আঁধার শুধুই আঁধার-
পিছুটানের মোহের ভেলা।

আসল নকল কত রঙ্গের
উড়ছে বেলুন শত শত,
ফিরছি আমি উদাস হয়ে
জীবন গোলকধাঁধায় অবিরত।

শত যোজনের অধীর অপেক্ষা
ক্ষান্ত হলো কি আজ অনন্ত যাত্রার,
বরন করিবে কি মহাকাল-
অর্ঘ্য জীবনের যত দুর্নিবার।

ক্ষণে ক্ষণে প্রতি পলে পলে
বাঁধনের দৃঢ় অঙ্গীকার,
টেনে নিয়ে যায় আমারে
জানিনা কি সে তার অধিকার!



পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
২২ অগ্রহায়ণ, ১৪২৭ বাংলা