প্রার্থনা
হে প্রভু বিশ্ব বিধাতা
ওহে পৃথিবীর পিতা
লহ নমস্কার ।
মহিমা তোমার যত,
চারিদিকে অবরত
ব্যাপ্ত নিরাকার ।
আকাশ বাতাস সৃষ্টি
যত দূরে যায় দৃষ্টি
তোমারি আভাস,
ত্রিভুবন চরাচর
পূজ্য সর্ব দেবতার
চেতনা প্রকাশ ।

তোমার পূজার তোরে
যত অর্ঘ্য প্রাণ ভরে
দিব একে একে।
ফুলে ফুলে গেথে মালা
সাজাবো পূজার থালা
দীপ চারিদিকে।
পূজা তব সাঙ্গ হলে
তুষ্ট হয়ে বর দিলে
সত্য অভিলাষে।
অটুট বিশ্বাস প্রভু
নাহি যেন টুটে কভু
জীবনের শেষে।

পথে যদি আসে বাধা
দূর করো সব দ্বিধা
তব পূণ্য দানে।
(যেন) করি আলোকিত প্রাণ
জীবনের বলিদান
সত্যেরে বরণে।

পিকলু চন্দ
১৭.০৪.২০২০
কবিতা কবি কে মর্মের সাথে মর্মের পরিচয় করিয়ে দেয় আর নিজের ব্যক্তিসত্তাকে বিকশিত করে সে সত্তা আন্তরিক হোক বা বাহ্যিক। কবিতা চিরসত্য  ও আত্মশুদ্ধির প্রকাশ মাত্র।