প্রাণের গুপ্ত সাথী

আসো আসো বিভাবরী  লহ মোরে কোলে তুলি
             ক্ষণিক বিরাম নিতে চাই।
যত ছিল জঞ্জাল         তাহারে করেছি নাশ
              ছিল যত দায় আজ তাই।

যারা ছিল এতদিন     নিজের আপন সাথী
              স্বার্থ লোভে গেল দূরে চলি।
আমার অন্তরে সে       নাহি ছিল লেশমাত্র দ্বেষ
              বৃথা সে তাদের কথা বলি।

মনে শুধু ব্যথা রয়      প্রিয় বড় ছিল তারা
          যাদের করেছি (যত্ন) এতকাল।
ভুলে তারা গেছে বুঝি      হাসি ভরা দিনগুলি
           মনে মোর রবে চিরকাল।

প্রাণের বাঁধন খুলি     দেরি নাহি ছিল আর
             নতুন স্বপ্ন সন্ধানি।
প্রয়াস করিলে তারে     বাধা কি সে দিতে পারি
             ছুটে মন যদি অকারণে।

বৃথা শুধু ধরে রাখা     আশা দিয়ে ঘিরে রাখা
              সাধের কল্পনা যতনে।
নিশির আঁচল পাতি        প্রানের গুপ্ত সাথী
              ভুলি, তারে নিয়ে মনে মনে।

পিকলু চন্দ।
১৭.০৬.২০২০