সিক্ত করেছো আমারে তবে অশ্রু নীরে,
রিক্ত করেছ স্নিগ্ধ ছোঁয়া' প্রণয়ডোরে l
জমে ছিল যে আঁধার, মনের পাতায়
গুছায়েছ সব ভ্রান্তি কোমল ছোঁয়ায় l
ছন্নছাড়া দিশাহীন জীবন গতি রে ,
রুদ্ধ করেছে তোমার শীতল প্রাচীরে l
ভুলে যাওয়া স্মৃতির ফেলে আসা দিন
যত স্বপ্ন ম্লান ছবি সব রংহীন!
যা কিছু ছিল দিয়েছি (সব) তোমায় অর্পণ
আর যদি চাহ নিতে পারো শুধু মন,
স্মৃতিটুকু মনে আছে আর কিছু কথা-
দু'ফোঁটা নিরব অশ্রু হারানোর ব্যথা ।
ছড়ানো পথের কাঁটা বিঁধেছে পাতায়
ঝরেছে রক্ত কেঁদেছে পরান ব্যথায় ।
হারানো পিচ্ছিল পথের যাত্রা সুদূর
গোধূলির গান শেষ গন্তব্যের দোর ।
তুমি ছিলে আজও আছো,তোমার আঁচল-
যেমন শীতল ঝরনা ধারা অবিচল ।
তুমি চোখের পলক নিশার আধার
জীবন পথিক মোর সকল বাধার ।
যা ছিল অন্তরে মোর মলিন বিচার
দূর করেছে সবই কপট আঁধার ।
নিঃস্ব করেছ আমারে তব আলিঙ্গনে
চির ঋণী আমি তব প্রেমের বাঁধনে ।
সিক্ত করেছো স্নিগ্ধ ছোয়া' প্রণয় ডোরে-
রিক্ত করেছো এবার মুক্ত করো মোরে,
নাও তুমি যত মলিনতা মোহ ভয়!
হর্ষ বিষাদ হিংসা সব পরাজয় l
পিকলু চন্দ
২০.০৪.২০২০