পালাই পালাই
পালাই পালাই পালিয়ে বেড়াই,
যেদিকেই যাই শুধু তারেই খুঁজে পাই। মাসির বাড়ির গল্প শুনে
মেজাজ শুধু এমনি হারাই।
নিজের কাজে মন বসে না,
পরের দেনা নিজেই বয়ে যাই
সবকিছুতেই পালাই পালাই।
নেমন্তন্নের নাম শুনে ভাই
কেমন যেন গা ছমছম!
খাওয়ার কত ফর্দ হবে
অতিথি সব আসবে যাবে।
দায় খানা সব আমার হলো,
আপ্যায়নের দায় যে এলো।
আমার একটু শান্ত স্বভাব
তার উপরে কাজের প্রভাব।
একাই আমি ব্যস্ত থাকি,
সবখানেতে ঝামেলা নাকি!
আমার চুপটি করে ঘাপটি মেরে,
বেশ ভালই লাগে থাকতে ঘরে।
পালাই পালাই স্বভাবটা যে
লেগেই থাকে সকাল সাঁঝে।
অফিস পালাই, মিটিং পালাই,
নেমন্তন্ন টা প্রাণপণে চাই।
হাসতে গেলে দাঁতে ব্যথা,
নাচতে গেলে, সেই কোমর ব্যথা।
চাইলে টাকা ভীষণ বাঁধে,
পালিয়ে বাঁচি রাধে রাধে!
আলমারিটা ভাঙলো কেন
রবিবার তো ছুটির দিন।
লোকদেখানো ব্যস্ত সবাই
আসল সত্যি পালাই পালাই!
পিক্লু চ্ন্দ
আগারতালা, ত্রিপুরা