আজি এ নব বরষে মন মো ‘ হরষে
দোলায় দোলায় ভরেছে তব পরশে I
মত্ত নবিন খেলায় সেজেছ আবার
জাগাতে কি তুমি প্রাণেরে সবার ?
চুপিসারে কেন আজ এসেছ আবার
ক্লান্ত বিরস মনে, আছে কি সুধিবার ?
বরনডালা হয়নি আনা শূন্য আজি
ভাঁড়ার আমার,শূন্য মালীর সাজি I
ভীড়ে ঠাসা জনপথ সব শূন্শান্
থেকে থেকে মোর কাপিছে পরাণ !
দোর নাহি খুলে একান্তে নিরালায় ,
মিছেমিছি লুকোচুরি রাত্রি লহমায় I
এসেছ অIবার শুধু জাগাতে আমারে
নব তেজ সন্চারি যৌব্ন সম্ভারে I
ম্লান আশারে জাগাতে, আস হে নূতন-
নব সৌরভে,দীপ্ত হোক বর্ষবরণ I
মলিন আঁধার রাত ঘোচাক হরষে
জাগুক পৃথিবী আবার নব বরষে I
আজি এ নব বরষে মন মো ‘ হরষে
দোলায় দোলায় ভরেছে তব পরশে I