নীরব অস্তিত্বের সন্ধানে

মাতিয়ে ভুবন ভরলে আলোয়
খুশির জোয়ার গড়িয়ে ধুলোয়।
নবীন দিশার নবীন সন্ধানে
জাগালে সুখের তান সুপ্ত প্রাণে।
ছুটলে পথিক সে পথের টানে
পথ চেয়ে রয় সে পথিক পানে।
কেউ জানেনা কোন পথের বাঁকে
জীবনের অস্তিত্ব লুকিয়ে থাকে।
কোন ফুলে সে হবে জীবন পূজা
কোন বা ভুলের পেতে হবে সাজা।
কেউ জানে না, কোন বাঁকে সে আছে,
সফলতা (কোন)ফাঁকে সে আসবে কাছে।
নীরবে অস্তিত্বের সন্ধানে,
কবেকার কি কথা কি রবে মনে।
জীবনের পথে কত বাঁকে বাঁকে
কত শত শত নূতনেরে সাক্ষাতে!
নত হবে শির মিছে অহংকারে
জীবনের বাঁকে কত বারে বারে।
দাঁড়াবে সে আসি কোন অপরাহ্ণে
জীবনের বাঁকে, শেষ আলিঙ্গনে।

পিকলু চন্দ
জিরানিয়া,ত্রিপুরা
২৭.০৮.২০২০
( আমার মাল্টিপল অসুস্থতার মাঝে একজন সামনে দাঁড়িয়ে আছে যে কিনা কিছুতেই হার মানতে চায় না, হয়তোবা তার সংগ্রাম কিছুটা ফল ও দিয়েছে ওর বিশ্বাস দেখে মনে হয় ও হারবেই না। এ জীবনের ভার ওর হাতে দিয়ে  আমি বেশ নিশ্চিন্ত। আজকে একটু ভালো ফিল করছি , তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রইল।)