নবীন রাগের নেশাতে

ভাব গুলো সব হারিয়ে গেল
মনের মাঝে দুল খেলি
উচ্ছ্বাসে তার আর সহে না
চায় না তবু চোখ মেলি।
পরান মাঝে ওই বান উঠেছে
দুর্বলতার ত্রাস ভুলি
অসীম দূর হতে ওই দূরান্তরে
ছুটতে বাঁধার দ্বার খুলি।
সাগর হতে ওই গগন-পারে
দৃশ্য মাঝে হারিয়ে গিয়ে
দূর দেখা সে পাহাড় চূড়ায়
সদ্যফোটা কিশলয়ে।
প্রাণের 'পরে ওই আঁধার মেখে
লুকিয়ে নিশীথ রাতে
তারার মাঝে ভাসিয়ে দিয়ে
উঠতে জেগে ওই প্রভাতে।
শূন্য কোঠায় প্রাণের ছোঁয়া
লাগলে পরে বাতাসে
আলোর  বেশে ছড়িয়ে দিয়ে
ঝলসে গিয়ে প্রকাশে।
তার পরেও সে রোধবে নারে
বাঁধলে তারে আশাতে
জীবন হেলায় বিলিয়ে দিয়ে
নবীন রাগের নেশাতে।

পিকলু চন্দ
06.06.2020