মোনালিসা

নেমে এসো তুমি এবার ছবি হতে
আর কতকাল বলো তুমি থাকবে একা!
দেওয়ালে টাঙানো ছবি হয়ে-
নেমে আসো আমার হাত ধরে একা
ঐ রেলিং বেয়ে।
ইতালি হতে পেরিসে ছবিঘরে
বন্দি হয়ে একা অভেদ্য প্রাচীরে,
হাজারো ছবির ভিড়ে অপেক্ষায়।

অশরীরী অর্ধ মানবী
তোমার রূপে বিমোহিত পৃথিবী।
তুমি চিত্রকারের কল্পনা পরিচিত,
লিওনার্দো দা ভিঞ্চির চিত্রিত মানবী-
আমি বিমোহিত!
কত শত দিন সে কাটিয়েছি তোমার ছবি দেখে
একাকিত্ব ভাগ করেছি তোমায় দেখে,
হয়েছি উন্মাদিত।

অন্ধকারে আলোয় ছবি হয়ে -
কতকাল গেছে বয়ে,
এবার নেমে এসো মোনালিসা
হয়ে শরীরী মানবী ভালোবাসা
আমার কল্পনার সিঁড়ি বেয়ে!
সব একাকীত্বকে ভেদ করে দিয়ে,
চলে আসো প্রকাশ্যে দিবালোকে
আমার কল্পনার খেয়ালি রূপ হয়ে।

পিকলু চন্দ
১৫.০৬.২০২০