কল্পনার অন্তঃপুরে

এত কাল কোথা তুমি ছিলে সে লুকায়ে
মনো মাঝে  সুপ্ত হয়ে ছিলে কি হারায়ে।
তাই বুঝি এত ব্যথা খুঁজি সে তোমারে
নাহি দিলে কেন সাড়া বল হে আমারে।
ঘুমিয়ে ছিলাম জানি এতকাল ধরে
স্বপ্ন হয়ে দাওনি কেন ধরা আমারে।
ক্লান্তি আমার আসেনি কভু পথ চেয়ে
জানি তুমি ধরা দেবে নিত্য সখা হয়ে।
পথ যে আমার হারিয়েছিল আঁধারে
বসেছিলে পথিক হয়ে মন মাঝারে।
খুঁজতে তোমায় তাই হলো বুঝি দেরী
হেরি সুখে তাই তোমায় নয়ন ভরি।
সখা হয়ে তোমায় অতি সংগোপনে
বাঁধবো তোমায় প্রাণের ডোরে মননে।
যা (আছে তাই) বিলিয়ে দিয়ে গাইব তোমার সুরে
হারাবো তোমার কল্পনার অন্তঃপুরে।

পিকলু চন্দ
০৩.০৬.২০২০
(জীবনের অনেকটা বছর হারিয়ে গিয়েছিলাম, মনে হয় ঘুমিয়ে ছিলাম কোন এক অজানা পৃথিবীতে--জেগে উঠে নিজেই নিজেকে খুঁজে পেলাম তাই আর তাকে হারাতে চাইনা। পথহারা পথিক আর গৃহহারা পাখির সে কি যন্ত্রনা তা কি আর বলে বোঝানো যায়। গন্তব্যের খুঁজে পথভ্রষ্ট হয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম সে যে কেমন যন্ত্রনা, এ জীবনে হয়তো আর খুঁজে পাবো না আর ভুলতেও পারবো না)