কল্পনার জীবন
পৃথিবীটা যদি কল্পনার হতো
লাগতো কেমন বল !
দিনের বেলায় চাঁদের আলো
হতো না আঁধার কালো।
বনের পাখি থাকতো যে ঘরে
ভাসতো আকাশ বানে।
রাতের বেলায় উঠত তপন
ভোর না হতো সে ভানে।
মানুষগুলো সে উড়ত ডানায়
রঙ্গিন জামা পরে।
পোষত সবাই বাঘের ছানা রে
আনত কুমির ধরে।
বলতো কথা খেঁকশিয়াল যে
বাঁদরের পিঠে চড়ে।
থাকতো সবাই জলের উপর
বসত বাড়ি- ই গড়ে।
বিকত জিনিষ টাকায় টাকায়
হাজার কোটির ধন।
থাকতো সবাই মিলেমিশে সুখে
কাঁদত না হারাধন।
জীবনটা যদি গল্পের হতো
(তবে) মরতো না কেউ রোগে।
ছাড়তো না কেউ বসত নিজের
লকডাউন এর আগে।
গাছেরা সব বলতো কথা
রইতো সাক্ষী হয়ে।
কলার গাছে ধরত টাকা
দেখতো না কেউ ছুঁয়ে।
জেলের আসামি থাকত সে ঘরে
নিত না পুলিশ ধরে।
মত্ত দানবের ভোগের মাশুল
নিত না নির্ভয়ার প্রাণ হরে।
জীবনটা যদি কল্পনার হতো
লড়ত না কেউ ভুলে।
ভাসতো সবাই খুশির জোয়ারে
হাসতো যে প্রাণ খুলে।
পিকলু চন্দ
২৫.০৪.২০২০