খবরের ছবি
পত্র প্রেরণের পাঠ চুকে গেছে
সময় হয়েছে ঢের!
খবরের কাগজে ছবি বেরোনোর
আর মজা নাই আখের।
একটা ছবি বেরোলে কাগজে
দেখতো সবাই মিলে।
এখনের কিছু বেরোলে কাগজে
তুলে না কেউ কাগজ ভুলে।
মজার খবর ছড়ায় জবর
টিভি মিডিয়ার দৌলতে,
সস্তা খবর বিকোয় দামে
টিআরপির কেরামতিতে!
দাম তার তত বেশি যার বেশি -
একটিভ ফ্যান ফলোয়ার,
পলিটিক্সের নজরদারিতে
চলছে জিরো আওয়ার।
দালাল পথে ভিড়ের বাজার
বাক্সবন্দী ইভিএম;
পাঁচশ হাজার উড়ছে মিডিয়ায়
বন্ধ শুধু এটিএম।
মন্ত্রী মশাই অংকে ব্যস্ত!
দুঃখে কাটায় কেষ্ট পিটার,
ড্রাই ডে টা খুলছে কবে
দুর্ভোগ যত আমজনতার।
মধ্যবিত্ত ঢাকা ঋণের বোঝায়
আমির মত্ত অর্থ নেশায়,
গরিবের নামে লুটছে সবাই
(গরীব)নাচে আধপেটা জলসায়।
ক্যাডার মাফিয়া ঘুরছে বেদম
জো নাই মুখ খোলার,
কেন্দ্রের সাথে রাজ্যের লড়াই,
একদম নয় হেলোফেলার।
কাগজের ছবি যে মূল্য বিহীন
ভিডিওটা দেখা চাই,
মানুষের জন্য হাজার লড়াই
শুধু জীবনের মূল্য নাই।
পিকলু চন্দ
২২.০৪.২০২০