জড়ো ই জীবন
বাস্তব জীবন যত হোক না সে রূঢ়
তোমার সংকল্প হোক অধিক প্রগঢ় ।
তোমার চলার যত বাধাহীন ধারা
হোক যেন জনসমুদ্রের সুপ্ত কারা।
জীবন ধারা বয়ে চলেছে সব ভুলে
আশার দুয়ারে কান্নাহাসির হিল্লোলে।
লক্ষ্য তার মর্মর প্রাচীরে বাঁধা রয়
উদ্ভাসিত করি দ্বার অবিচল বয়।
হাজার বাধার কারা উম্মেলিত করি
ধাবিত মৃত্যুর দিকে কীর্তি স্তাপন করি।
কত প্রাণ করি ধ্যান মৃত্যুরে জীনিল
কীর্তির আসন লাগি জীবন ত্যজিল।
স্বার্থক সৃজন তার-উজ্জ্বল দৃষ্টান্ত
উদীয়মান সে, নাহি জীবনের অন্ত।
প্রাণহীন নয় কিছু যত আছে জড়
প্রাণের যোগান দিতে -সম্পর্ক প্রগঢ়।
যত আছে সৃষ্টির সে তরুলতা দল
তপন দিগন্ত আকাশ বাতাস জল।
নিয়তির তারা উন্মোচিত করি দ্বার
পাতিতে জীবনের আসন নিরাকার।
প্রাণ সঞ্চারিত করি জড়োতে জীবন
জীবনের তরে করে জড় রে সৃজন।
পিকলু চন্দ
29.05.20
(জড় -এর সাথে জীবনের এক অভেদ্য সম্পর্ক আছে। পৃথিবীর কোন কিছুই প্রাণহীন নয়, প্রাণের ছোঁয়াতে জড়োতে ও প্রাণ সঞ্চারিত হয়। প্রানের জন্যই জড়বস্তু আর জড়ো এর জন্যই প্রাণ। আলাদা করতে গেলে সৃষ্টির অস্তিত্বকে অস্বীকার করা হয়। এটাই সত্য এবং বাস্তব।