জন্মদিন
আজ তোমার জন্মদিন কি দেবো বলো-
উপহারে, আছে নাকি যদি কিছু বলো।
জীবনের সে যদি কিছু অর্জিত ধন
লুটায়ে তারে করিব মুক্ত বিতরণ।
স্বপ্ন তোমার যদি কিনে দিতে পারি
মুক্ত করে দ্বার সর্বস্বান্ত হতে পারি।
যা আছে বল কিসে তবু পূর্ণ হবে সাধ
নির্দ্বিধায় বল, নাহি কোনো অপরাধ।
আছে কি পৃথিবীর সে কোন উপহার-
মূল্যবান, হতে সমকক্ষ সে তোমার।
হে প্রিয়,তুমিই আমার শ্রেষ্ঠ উপহার
তুমি আশীর্বাদ মোর পূজ্য দেবতার।
তোমারে পেয়ে ধন্য হয়েছে এ জীবন
(তব) মুষ্টি খানি থাকিবে স্মরণ আজীবন।
জীবনের যত শূন্যতা ঘুচিয়েছে তুমি।
কাঙ্খিত প্রাপ্তির সে অমৃত সুধা তুমি।
সিঞ্চিত করে যত ভালোবাসা বিলাবো
রিক্ত তোমার প্রেমে কি উপহার দেব!
আজি যত ভালোবাসা আছে লও তুমি
আশীষ করি জীবনে শ্রেষ্ঠ হও তুমি।
উজ্জ্বল হয়ে পৃথিবীতে রচ কীর্তিমান
যেন পূর্ণ হয় তব (সব)আশা অভিমান।
পিকলু চন্দ
১৬.০৫.২০২০