তুমি জানো কি কালের অবাধ গতি
তুমি জানো কি কালের অবাধ গতি
যার পিঠে চড়ে তুমি সহাস্যবদনে ছুটো
চেনো কি তাহার স্বরূপ শক্তি,
যার পিছু ধেয়ে নিয়ত অবাধে টুটো।
সীমানার ধার বেয়ে অবিরাম অনন্ত
অসীম বাঁধনের যাত্রায় ছুটো একাকী!
অনাবিল শেষ মিলনের প্রতীক্ষায় অবিরত-
হতে শুধু একাঙ্কি নাটকের সাক্ষী।
তারাদের মিছিলে আকাশের পানে চেয়ে,
ফুটে ওঠা মুখের বলিরেখা দেখেছ কি?
রোদ্দুরে পথ হারানো পথিকের পানে চেয়ে
ধূ ধূ মরুভুমি, শীতল বায়ুর সন্ধানে ছুটেছ কি!
তুমি দেখেছো কি চাতকের শেষ
মিলনের অপেক্ষায় গুনতে প্রহর,
ভোরের সোনালী রুদ্ধুরের প্রতীক্ষার - ক্লেশ,
হত প্রায় আশা নিয়ে জেগে থাকা আস্ত একটা শহর!
তুমি দেখেছো কি কখনো-মরীচিকা মরুভূমি,
ঝড়ের প্রহর গোনা প্রথম ভোরের প্রকাশ-
দেখেছ কি ক্ষুধার্ত শিশুর ঝরা চোখের উর্মি,
ভেবেছ কি জীবনে-জেগে উঠার শেষ অবকাশ!
পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
১৫ ই পৌষ ১৪২৭