ইঁদুর দৌড়
আসছে ইঁদুর
যাচ্ছে ইঁদুর,
গুনছি কতক ভাই,
সঠিক অংক জানা চাই।
মা বলেছে মারবি না, অাই
গনেশ বাহন তাই।
দেখতে ছোট ইঁদুর গুলো
যেমন নাচে বাঁদরগুলো।
যত না খায় ফেলে অধিক
মানুষ দেখলে পালায় ঠিক।
ইঁদুর গুলোর যন্ত্রনাতে
ঠাকুমার সাথে মন্ত্রণা তে
আনতে বিড়াল ছোড়দা গেল
ইঁদুর গুলো যেই শুনতে পেল
দুই চারি দিন সব পালালো
জেগেই বিড়াল রাত পোহাল।
দিনের শেষে উঠলো হেসে
বসল বিড়াল খুকু ঘেঁষে।
কাজটা বিড়াল বেশ করেছে
সব পরীক্ষা পাস করেছে
খুকু এবার বেজায় খুশি
ঠাকুমা যাবে নিশ্চিন্তে কাশি।
খবর পেয়ে ইঁদুর গুলো
ডিগবাজি খায় হাজার ষোল।
নতুন ঘরে দখল নিল
গল্পটা বেশ মজার ছিল।
পিকলু চন্দ
১৭.০৪.২০২০