ইচ্ছে হলেই
মনটা যেন খোলা আকাশ,
আঁধার ফুটা ভোরের প্রকাশ।
ইচ্ছে হলেই উড়তে পারে-
স্বপ্নপুরীর সাগর পারে।
বসেই একা ভাবছি যত,
লাগছে ভারি বয়স কত!
দেখলে শুধু অবাক লাগে,
ভাবলে তারে পুলক জাগে।
পায়ের বেড়ি পরেছি নিজে,
ছুটেছি তবু কিসের খোঁজে!
সব দিয়েছি কিছুনা পেতে
চলেছি আজ সাবধানেতে।
ঘাড়ের বোঝা বইতে হবে
মাশুল তার দিয়েছি কবে!
হিসেব তার কেউ রাখেনি
নিজের কথা কেউ ভাবে নি।
আমি ছিলাম আজও আছি
হঠাৎ কেন ভুলতে গেছি-
স্বপ্ন কি আজ সফল হল!
সত্যি কি কেউ খুঁজতে এলো?
দোর যে আমার খোলাই ছিল-
কেউ কি কখনো খবর নিল!
প্রাণের বায়ু প্রাণেই আছে,
ভুলের বসে হারাই পাছে।
মুক্ত আমার বাহুর পাশে
দৃশ্য কারার জীবন ভাসে।
কল্পনা তার কোমল হাতে
ঠাঁই দিয়েছে আঁচল পেতে।
ভুলতে তাকে পারবো নাকি-
আর কত যে জীবন বাকি!
মনটা চাইলে ভাবতে পারে,
ইচ্ছেমতন উড়তে পারে-
প্রাণের পরে তারই দখল,
শরীরটা যে শুধু নকল।
পিকলু চন্দ
০১.০৫.২০২০