হৃদয় সম্রাজ্ঞী
আর লুকোচুরি নয়
তুমি মুক্ত প্রিয়তমা।
প্রাণের গভীরে আমার
উত্তাল জলরাশি মোহনার!
মনের কথা মনেই থাকুক
কাজ নাই বিধিবার।
প্রাণের ভাষার ঠাঁই নাই জানি
বৃথা প্রেম নিবেদন।
তোমার চলার বাধাহীন ধারা
মুক্ত এবার বাঁধনহারা।
তুমি এক হৃদয় সম্রাগ্গী
চেতনাময়ী নারী।।
পিকলু চন্দ
১৮.০৪.২০২০