গোপন কথা
মনের মাঝে সে গোপন কথা লুকিয়ে রাখা তাই
পরশ পাথর খুঁজতে গিয়ে জানলে তারে ভাই।
সহজ বড় কঠিন কথা জানতে গেলেই কাল
দ্বিগুণ ছিল চেষ্টা আমার তাই সে হারাই তাল।
সাবধানতা রক্ষাকবচ ভুললে তারেই শেষ
একাই তারে বুঝতে শিখা, ছাড়া জ্ঞানী উপদেশ।
নিজের হাতে সকল চাবি শ্রবণশক্তিই জোর
সে কর্মে আর জ্ঞানেই খুলে সকল কাজের দোর।
অধিক আশা মনের ব্যামো, তারেই সামলে রাখা
কর্মফলেই খুঁজতে দিশা, যতন করে শেখা।
গুণের কদর তবে থাকে, নিরন্তর যদি চলে
গুনের পতন অহংকারে,লোটায় জীবন ছলে।
উচ্চশিক্ষা উচ্চাকাঙ্ক্ষা, গুণী লোকের মান শুধায়
আত্মসম্মান তবেই বাঁচে, শ্রেষ্ঠ শক্তি সততায়।
ক্ষমা মহৎ জীবন শিক্ষা, সে তর্কে বহুদূর
প্রাপ্তির চেয়ে দান ই ভালো, সে লোভেই স্বপ্নচোর।
জীবন যৌবন স্রোত ধারা, ক্ষণস্থায়ী, দোলাচল
তারই স্বপ্নে বিভোর হয়ে, বাধে যত গন্ডগোল।
যজন যাজন তিতিক্ষাতেই, জীবন সুখের বাস
দান-পুণ্যে, কর্মে-ধর্মে, প্রেম ই সুখের স্বর্গবাস।।
পিকলু চন্দ
জিরানিয়া,ত্রিপুরা
১৬.০৭.২০২০