গিনিপিগ

তারপর একদিন-
বিষাদের ছায়া নেমে আসলো জীবনে,
বাস্তব কেড়ে নিল যত অধিকার।
যন্ত্রণাকাতর, এক বুক ভালোবাসা-
নিয়ে চলি, সম্বল কিছু পুরানো স্মৃতি!
জীবন নদীর পার ভাঙ্গে আর গড়ে,
হারিয়ে যায় গহীনে, নদীর অতলে,
কেউ চোখে দেখতে পায় না,এ দৃশ্য!
                        মনেও রাখে না!!
থাকে কিছু অসফলতার আর্তনাদ-
কিছু নিরাশার,উষ্ণীষ দীর্ঘশ্বাস!
সময় গড়িয়ে যায়, কত ধাপে ধাপে।
আমি হয়ে থাকি,ইতিহাসের পাতা,
মানব সভ্যতার পরীক্ষা,'গিনিপিগ'!!

পিকলু চন্দ
০১.০৫.২০২০