ডুবে মর মন যেথা রয়
            ৩
আর  আরশিতে মুখ দেখা হয় না
বিরহ আমার আর বুঝি সয়না।।
ছবি সে তোমার আর মনে পড়ে না
বহুদিন আর আরশিতে মুখ দেখা হয় না।
দেখা কবে হয়েছিল আর মনে পড়ে না
দ্বীপ জ্বলা সন্ধ্যায় আর ফিরে আসে না।
তারা ভরা জ্যোৎস্না রাতের আলোয়
বিরহ আমার একা জেগে কথা কয়।
তারে সে আমার আর মনে পড়ে না
আর আরশিতে মুখ দেখা হয় না।।
                

                   ৪
গানে গানে কবিতায়
সুরের ই মূর্ছনায়,
হে, কল্পনা তুমি এসো-
নিরালায় পাশে বসো।
সুরে সুরে ভাসিয়ে দিয়ে
তুমি মোর কাছে এসো।
চুপি চুপি ভালোবেসে
চুপি চুপি কাছে এসো।।
গানে গানে কবিতায়
আলো নিয়ে নিরাশায়।
স্বপ্নেরই জাল বুনি
কবিতার তান শুনি।
তুমি এসো, ভালোবেসো
হে, কল্পনা তুমি এসো।।

পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
(কবিতাটা আমার ভাগ্নি গানের সুরে তোলার চেষ্টা করেছে। মাঝে মাঝে এমন কিছু মনে আসে খাতার পাতায় তাই তুলে রাখি আজ প্রকাশ করলাম।)