ডুবে মোর মন যেথা রয়

           এক
আজি ডুবে মোর মন যেথা রয়
দিবস রজনী শুধু ব্যথা সয়।
গহনে কাননে বিরস বদনে,
ফিরে ঘুরে একা নিত আনমনে।
বিষের পরশ, ছবি এলোমেলো,
ধেয়ে আসি মোর প্রাণে ঠাঁই নিল!
প্রাণহীন যেন পড়ে আছি তায়,
যদি আসি কেহ,মরমে শুধায়।
দিতে পারে যদি প্রাণেরে ফিরায়ে-
বরিব তারে (আজ)জীবন মালা দিয়ে।
আজ ডুবে মোর মন যেথা রয়
দিবস  রজনী শুধু ব্যথা সয়।

            দুই

শ্রাবণ ধারা বাঁধনহারা,
আজ ঝরছে সারাক্ষণ-
থামলে কি হয় ফিরে আসে,
বসছে না তাই ঘরে মন।
শ্রাবণ মোরে পাগল করে
প্রাণের খেলায় গানের সুরে।
সুর যে আমার বাঁধন হারা
বাঁধবো তারে কেমন করে।
খুঁজেই তারে হইগো সারা,
শ্রাবণ ধারা, বাঁধনহারা।

পিকলু চন্দ
৫,২৭ শ্রাবণ