দ্বীপ শিখা

তিমির আশার ছোট্ট দ্বার খানি খুলি
লিখি বসে আশার কবিতা, সব ভুলি।

দেখছি দীপ্তশিখার  ম্লান মুখখানি
(যেন) একাকি প্রহরী, দিতে সুদূরের বাণী।

কাপি কাপি দ্বীপশিখা জ্বলিছে আবার
অনন্ত পথের যাত্রা রাত্রি বিভীষিকার।

বুক ভরা আশা নিয়ে জোনাকিরা জ্বলে
(যেন) মুক্তা সন্ধানে যুজিছে সাগরতলে।

দমকা শীতল বায়ু বার্তা দিয়ে যায়
ঘুমন্ত প্রদীপ জেগে উঠে সহসায়!

শুধে, চাহি তারা পানে, প্রহর কত বাকি!
মিলায় আঁধারের কোলে শেষ জোনাকি।

ক্লান্ত নিশার আকাশ ম্লান হয়ে আসে
লুকোয় প্রদীপ শিখা আলোর বাহুপাশে।

সার্থক প্রদীপ কহে অট্টহাসি হাসি হেসে
আবার আসিব আমি দিবসের শেষে।

আঁধারের বুক চিরে প্রাণ সঞ্চারিতে
জাগাতে আশার আলো সুপ্ত পৃথিবীতে।

পিকলু চন্দ
২৩.০৪.২০২০