করোনা ভাইরাস
হে করালগ্রাসী করোনা দাঁড়াও ,
ক্ষান্ত হও,শান্ত হও, যেওনা দাঁড়াও ?
তুমি সৃষ্টির অঙ্গীকার, নিয়তির রূপ-
কি আধার আলো, জরা-মৃত্যু,শীত-তাপ?
সবই নগণ্য, তুমি অজেয়-অমর
তুমি ধ্বংস, অভিশাপ, নাকি বর ?
সৃজন অমর নহে, সহজ নিদান
কাল ডাকিছে তোমায় নিতে তব প্রাণ I
সৃষ্টির গ্রাস হতে পারে তব প্রয়াস ;
তুমি অচেনা, অজানা, অভিশপ্ত ত্রাস !
স্তব্দ হও তুমি, থামাও আস্ফালন !
সমগ্র সৃষ্টি তোমাকে করে আবাহন I
তুমি ভালোবাসা নও, তুমি ব্যার্থ মৃত্যু -
দূরে চলে যাও, দূরে যাও, ব্যার্থ মৃত্যু
সৃষ্টির অঙ্গীকার তুমি, মৃত্যুর প্রতীক
তুমি অভিশপ্ত ,হত্যাকারী , ধিক ধিক !
তুমি বলবান - বীর নও- কাপুরুষ,
কাঢ়িছো নিষ্পাপ প্রাণ , এ কেমন রুষ !
অনাহুত তুমি , ' ত্রাস - নাশ ' আর নয় ?
সৃষ্টির শক্তি জাগ্রত আজি , 'হবে জয়' I
দূর হও, আর ও দূরে যাও, ক্ষান্ত হও,
সৃষ্টির অঙ্গীকার তুমি, শান্ত হও I
নিস্তব্দ পৃথিবী জেগে উঠুক আবার -
ম্লান হোক সব কোলাহল নিরাশার I
কাপুরুষ নও তুমি বীর হও বীর, `
সৃষ্টির প্রতিশ্রুতি রক্ষা করো ধীর ;
হে "করোনা " করুণা করো , যাত্রা অধীর
ক্ষান্ত হোক, জয় হোক শেষ পৃথিবীর II
----------------x-------------------------
পিক্লু চন্দ
তারিখ -২৮-০৩-2020