ছন্দ কথা
মনের কথা কইতে চাই
রসের ভরা ছন্দ চাই
গদ্যছন্দ কাঁঠাল ফল
খেটে পুটেই রসাতল।
মনের সুখে লিখতে যত
মুক্তমনেই যুক্তি পাই,
শব্দ শ্লেষের বাড়বাড়ন্ত
লিখতে গিয়ে হারিয়ে যাই।
স্বর, মাত্রা, অক্ষরবৃত্ত
ত্রয়ীর সুখে ঘোল পাকাই
ময়ূর নাচে ঝুমুর তালে
অন্তমিলেই সুর সাজাই।
অক্ষরবৃত্ত রাজামশাই
একটু শুধু করুণা চাই,
কাব্য সৃষ্টির স্বর্গরাজ্য
খুঁজলে তারে ব্যস্ত পাই।
মাত্রাবৃত্ত অহম চিত্ত
চেষ্টা করেই ভাব জমাই
একলা নাচে গানের তালে
মিলন সুখে বিরাম চাই।
স্বরবৃত্ত ছড়ায় খুশি
শিশুর মনে ভাব জাগায়
মায়ের মুখে ঘুম পাড়ানি
চাঁদ মামাকে টিপ পরায়।
তোমার আমি আমার তুমি
ছন্দ মাঝেই দ্বন্দ্ব ভাই
মিলন সুখের বন্দনাতে
কবির সুরে গান হাকাই।
পিকলু চন্দ
১৯৯৪/০৯.০৭.২০২০