চলো হাতে হাত ধরি

এসো চলো মোরা ঐ হাতে হাত ধরি
জাগো চলো স্বপ্ন সফল করি।
ডাকছে মোদের দেশের মাটি
চলো যাত্রা সফল করি।

রইবো না আজ বসে মোরা
ছুটবো দৃঢ় নিশ্চয় করি।
দুর্বলতার বাঁধন ভুলি
চলো আজ জীবন বাজি ধরি।

চলো রে বীর্যবান দেখি
পবন গতির বেগে ধেয়ে,
হয়ে বলিয়ান রবির সমান
আজ আকাশ বাতাস ছেয়ে।

তোমরাই আশা তোমরাই ভরসা
তোমরাই দেশের নবীন দিশা।
ছুটরে ছুটরে আজ সে তোরা
করতে  পূরণ সকল আশা।

সকল বাঁধার দ্বার সে খুলি,
মনের সকল বিভেদ ভুলি
মায়ের ভুবন সাজিয়ে তুলি-
চলো রে আজ জয়ের শেষে আবির খেলি!

এসো চলো মোরা ঐ হাতে হাত ধরি
জাগো, চলো স্বপ্ন সফল করি।
ডাকছে মোদের দেশের মাটি
চলো যাত্রা সফল করি।

পিকলু চন্দ
২৭.০৬.২০২০
জিরানিয়া, ত্রিপুরা।