চাইলে শুধু কৌতুহলে
চলো আজ সকল দ্বন্দ্ব শেষ করি
চোখে চোখ তোমাতে-আমাতে বসে দেখি,
বল তোমার ব্যথা আমাকে দেখে শুনি!
খুলে দিয়ে মনের লুকানো প্রেম আঁখি-
হেলাভরে আজ সে গোছাবো সকল ভুলি
বাধা যত সে করি দূর নব্য আসন পাতি।
অর্পণ করি তারে নিখিল বিশ্ব মাঝে
ভালবাসা দিয়ে জ্বালিয়ে জ্ঞানের দ্যুতি।
চাওয়া-পাওয়ার হিসেব যত আছে বাকি
দূরে ফেলে উহারে সাথে যোজন চলি-
তোমার চাওয়ার যত আছে হিসেবে বাকি
ভুলে গিয়ে তারে চলো প্রণয় খেলা খেলি।
আধার মাঝে হারিয়ে গিয়ে কুলের দিশা খুঁজি,
ছদ্মবেশে একই পথে হারাই দুজন মিলে
কেউবা যদি আসে খুজে বাঁধন যত খুলি,
তাদের তরে গোচর হতে নাইবা সাড়া দিলে!
শূন্য হাতে ফিরিয়ে দিয়ে আশিষ করে গেলে
রিক্ত হয়ে ছুটলে পথে নাইবা গেলে দূরে।
সকল বাধার বাঁধন খুলে একাই গেলে চলে
চাইলে শুধু চোখের পানে কিসের কৌতুহলে!!
পিকলু চন্দ
১০.০৬.২০২০
(দ্বন্দ্বে ভরা জীবন মাঝে মানুষ গতি হারিয়ে ফেলে, ঘুরতে থাকে অন্ধকারে এক জ্ঞানশূন্য কাল কুঠুরীতে শুধু তার জীবনের চাওয়া-পাওয়ার সমস্ত দ্বন্দ্ব নিয়ে। একদিন সবকিছু ফেলে দিয়ে বাসনার পূর্ণতা আর অপূর্ণতার ডালি নিয়ে সকলকে একা ফেলে রেখে চলে যেতে হয় তার মৃত্যু প্রেয়সীর ডাকে। যত ভালোবাসা পৃথিবীতেই পড়ে রয়ে যায়। কেউ সাথে যায় না আর কারো সাথে থাকা ও যায় না পড়ে রয় শুধু অতৃপ্ত বাসনা আর চাওয়া পাওয়া। এক অনস্বীকার্য বাস্তব সত্য।)