বিশ্বাস
যা ছিল মোর নিলে কাঁড়ি
নিঃস্ব আমায় করি,
জানি মিলবে শেষে তোমার দেখা
নিবেই আপন করি।

আস্থা আমার দৃঢ় বড়
যতই আসুক বাধা।
তোমায় আমি জানি গো খাঁটি
নেই তো মনে দ্বিধা।

জীবনের যত সাধ ছিল একে একে
তোমায় করেছি অর্পণ।
ফিরাও তারে এবার তুমি
দাও সে প্রেমের আলিঙ্গন।

বাঁধন যত কঠিন হবে
শিথিল হবে তার বল।
বাঁধন যতো কোমল হবে
বাড়বে প্রেম সে অবিচল।

দ্বন্দ্ব আছে হাজার মনে
বিশ্বাস আছে তবু ঢের।
হবেই দেখা জানি তোমার
শেষ হবে প্রতীক্ষা অনন্তের।

পিকলু চন্দ
করিমগঞ্জ, আসাম
২ রা  মাঘ ১৪২৭