ভুলেছি প্রাণ নয়ন মাঝে

ভুলেছি তোমার- ই নয়ন মাঝে
আমার পরাণ খানি।
যেদিকে তাকাই তোমাকে পাই
শুধাই তোমার বাণী।

পরানের খুঁজে সারাটা দিবস-
রহিনু দুয়ার খুলি।
ফিরে যদি যাও এসে খুঁজে মোরে
ফিরাতে পরাণ, ভুলি।

আঁধার আসি পাছে দুয়ারে দাঁড়ায়
বাতায়ন খুলে বসি।
দূর ভেসে আসা শীতল পবন
যায় ফিরে হাসি হাসি।

ফিরায়ে না দিলে প্রাণেরে আমার
বল কেমনে সে বাঁচি।
মান অভিমান দূরে ফেলে আসো,
ফিরাও প্রাণেরে বাঁচি।

নয়নে নীরবে অশ্রু তোমার
অকারণে আসে ভাসি।
(ওগো) আমি যে তোমার পরানের সাথী
তোমারেই ভালোবাসি।

নয়ন তোমার যবে ভিজি আসে
উত্তাল জলরাশি!
তোমার প্রেমের নীরব আকাশে
তারা হয়ে উঠি ভাসি।

পিকলু চন্দ
১৯.০৬.২০২০