ভোগের ভাগ
ভাগ ভোগেতে জীবন বাটা
তার সে অধিক মানা
যেমন খুশি তেমন চলা
বললে কি হয় জানা!
মায়ের ভাগেতে ষোল আনা
ছেলে-মেয়েদের হানা।
পিতার ভাগে একটু ভয়
মরলেই মালিকানা।
ভাই-ভাইয়ে কোলাকুলি
স্বার্থ দিয়েই বোনা।
বোনের ভাগে প্রেমের ছোঁয়া
করলেই আনাগোনা।
পিসি মাসির আদর বেশী
তার সে অধিক চেনা।
মামা কাকার শাসন ভারী
মানলেই মেলে সোনা।
স্ত্রী এর ভাগে জীবন চলা
হিসেব-নিকেশ মেলা।
তার সে অধিক নেই তো জানা
মিত্র সুখে জলঘোলা।
পিকলু চন্দ
২২.০৬.২০২০
রাত্রি ২.৪৫ মি.
( প্রায় ই বাজারের ফার্মেসি থেকে ওষুধ নেই, আজকে দেখলাম অনেক বড় ফার্মেসি হঠাৎ ছোট হয়ে গেছে। সেলসম্যান ছেলেটাকে জিজ্ঞেস করলাম হঠাৎ এত মাল কোথায় গেল,বলল আরেক ভাগ হয়ে গেছে জয়গুরু ফার্মেসি আছে আজকে থেকে নিউ জয়গুরু ফার্মেসি অন্যত্র চালু হয়েছে পাশেই। ঘটনাটা আমার চোখের সামনে ভেসে উঠলো, বাপ ছেলে তে অনেক আগে থেকেই ঝামেলা চলছিল, আজকে ফাদার্স ডে তে তা নিষ্পত্তি হল' একটু মনে মনে মনে ব্যথিত হলাম, ছেলেটাকে জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাব ওর উত্তর সাদামাটা ছিল যেখানে ভালো লাগে স্যার। ভাবলাম হায়রে ভাগ!)