ভালোবাসা কি এমনি আসে

ভালোবাসা কি এমনি আসে
যদি না পায় সাড়া-
এমনি কি আর নিত্য রোদন
ছুটতে যোজন তাড়া।

চোখের পাতা বুজলেআঁখি
স্বপ্ন যেন আসে
মনের পাতা ঝলসে উঠে
প্রিয়ার ছবি ভাসে!

তারপরেও সে হাজার কথা
ফুরিয়ে সময় আসে!
প্রাণের ছোঁয়া প্রাণের সনে
থাকলে দুজন পাশে।

ভোরের আকাশ দোর খুলে চায়
ছুটতে পাহাড় 'পরে
দিনের শেষে ঘুমের দেশে
ভুলতে রোদন করে।

সুখের সাথে দুঃখের আড়ি
হাজার স্বপ্ন আসে
সাঁঝ দুপুরে কতই কথা
সকল ছবি ভাসে।

বলা বারণ- মনের কথা
হিয়ার সুখে নাচা
একটু ছোঁয়া একটু পরশ
একটু আশায় বাঁচা।

পিকলু চন্দ
২৭.০৬.২০২০