বাঁচার ইচ্ছে

সেবা যদি হয় রাজনীতি
ভিন্ন কেন হয় পাটি নিতি
আর ভালো লাগে না।

প্রতিশ্রুতির ঐ ফুলঝুরিতে
দলবলের ওই হানাহানিতে
মানুষের মন ভোলে না।

যাদের বলে তোমরা বলিয়ান
তাদের কেন দিচ্ছ বলিদান
আর মানা যায় না।

গড়তে শুধু দলের ভিতটা
অর্ঘ্য দিয়েছো মানুষের হিতটা
বল আর কত বায়না?

যজ্ঞ হয়তো সফল হবে
রাজ্য রাজ্য-ই দখল হবে
জয়ধ্বনিতে ভিড় হবে না।

পার্টি হয়তো যাবেই বেঁচে
ইতিহাসে তাই লিখা রয়েছে
নেতারা অমর হয় না।

বাঁচার যদি নাই ভরসা
কিসের তরে বাঁধছ বাসা
নেতারা কি সত্যি বুঝে না?

মিথ্যা প্রতিশ্রুতির ভাষণে
জাতপাতের ওই তোষণে
(মানুষ)আর যুজতে চায় না।

স্বপ্ন রঙিন ম্লান হয়েছে
আশার আলো ক্ষীণ হয়েছে
তবুও (মানুষ)হারতে চায় না।

দেশের তরে ভিতটা গড়ে
এবার তবে দেখাও  লড়ে
(মানুষ)আর মরতে চায় না।


পিকলু চন্দ
০৭.০৫.২০২০