আমি অমরত্ব চাই না
আমি অমরত্ব চাই না কখনো, না না-
শুধু শুধু বাঁধনে আবার জড়াবো না।
চাইনা আমার অফুরান ভালোবাসা,
অমরত্বে বন্দী হয়ে, চাইনা ভালোবাসা!
সমুদ্র ঢেউয়ে ভেসে আসা শঙ্খ মাঝে
দগ্ধ হতে আজীবন তপ্তবালু মাঝে!
ঠিকানাহীন এক মূক যাযাবর হয়ে
দিশাহীন তরঙ্গ মাঝে একলা বয়ে।
ঘরের টাঙ্গানো ছবি হয়ে শোভাবর্ধনে,
জন্ম, বিবাহ, মৃত্যুর, তিথি অনুষ্ঠানে।
বইয়ের পাতায় চাপা পড়ে একাকি
হতে চাইনা, জ্যোৎস্না রাতের জোনাকি!
স্ট্যাচু কিংবা ফ্রেমে বন্দী হয়ে (হাজার) বছর
পাহাড় ঘেরা ওজল দূর সরোবর!
ফিরতে ঘোরে আকাশ মাঝে বৃষ্টি হয়ে,
পাষাণ হৃদয় বাদল (বেশে) কঠিন হয়ে!
নীরব পাহাড়চূড়ায় মুকুট হয়ে,
কিংবা মরুদেশের মরীচিকা হয়ে!
আমি চাই শুধু জীবনের কলতান,
ঝরনা যেমন কুলুকুলু বহমান।
হয়ে শীতল দখিনা মলয় বাতাস,
বৃষ্টি হয়ে মেটাতে চাতক পিয়াস।
নবীন দিগন্তে নবরূপ সৃষ্টি হয়ে,
হারানো সুরের নবসুর তাল হয়ে।
নবীনের মাঝে, নবীন হয়ে ভাসতে,
প্রেমের সুরে বন্যা হয়ে ভালবাসতে।
আমি অমর হতে চাই না, ভালোবাসা-
চাই, শুধু তোমাদের নিত্য ভালোবাসা!
পিকলু চন্দ
জিরনিয়া, ত্রিপুরা।