আমিও বাঁকা
নাইবা তুমি দিলে মোরে সাড়া,
নাইবা মোরে ডাকলে কাছে-
চোখের পাতা বুঝলে তুমি
ভাসবো তোমার স্মৃতির মাঝে।
তুমি তবুও ত্রিনয়নী হও
সুপ্ত মনের এই বাসনা,
তোমার দেখা স্বপ্ন হাজার
বাজুক সুখের স্বপ্ন বীণা।
হারিয়ে যাবার নেই বাহানা
দ্বার যে সকল এমনি খোলা,
মনের মাঝে লুকিয়ে আছে
সকল সুখের স্বপ্ন দোলা।
দেখাদেখি বাঁকা ও নাচে,
বল আমি যদি বাঁকা হই -
দোষটা তুমি কাকে দেবে
যদি মনের সুখে হারিয়ে রই!!
পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
০৫.১১.২০২০