আমি আজ ডাক্তার

ঘরে বসে আমি শুধু ডাক্তারি পড়ছি
ইউটিউবের পাতায় রোজ ক্লাস নিচ্ছি।
মধুমেয় হাইপারটেনশন রোগ
তার সাথে হবে আজ করোনাও যোগ।

যতসব সে সিমটমস বুঝে নিতে-
দিনরাত এক করি, ডাক্তারি শিখতে।
টাকা দিলে রাশি রাশি, কথা জানি সত্য
ভুলে-ভরা ডাক্তারি,শুধুই লিখে পথ্য।

ফস্কাগেরো খেলাতে, ডাক্তারি হেলাতেই
রোগ শুধু বাড়ে (আজ) ওষুধের ঠেলাতেই।
মানুষের ভয়ে আজ, বেহুশ মানুষ
যম যেন ডাক্তার,হয়ে গেছে ফানুস!

ব্যস্ত তারা রোগী ধরে হাসপাতলে পুরে,
সে গোঁফের সুখে পুলিশ যেমন ঘোরে।
নার্সের চাহনিতে ফিরে হুশ মরণে
ভয় বুঝি দিশেহারা মৃত্যুর সমনে!

কত সাজা পায় রোগী, কেউ তা চায় না
পিঠেপুলি মাংস কিছুই তো সয়না!
যত আছে আরো চাই, এইতো বায়না
দেখেশুনে বোকা সব (কোন)কথাই কয়না!

কত কথা,কত গান,বারোমাসি যত,
দেখেশুনে চর্চা, চলে শুধু অবিরত।
ডাক্তার ভগবান দক্ষিণা দিতে হবে,
পকেটের ভার বুঝে (রোগ) তার হাল হবে!

ঘরে বসে আমি শুধু ডাক্তারি পড়ছি
'গদাধর' ডাক্তার জেনেশুনে মানছি!
একদম হুশিয়ার লিখেছে বিধানে,
আয়ু আছে ঢের তার বাঁচে যদি প্রাণে!

জগন্নাথ সরকার, সন্দেহ আছে বৈ-
ধরি মাছ ডাঙায়, গাছে ঝুলে মাছ কৈ!
বোবা হয়ে সবি সই, নিধিরাম সর্দার,
হাবভাব বদলে আমি আজ ডাক্তার!

পিকলু চন্দ
০৩.০৮.২০২০
জিরানিয়া, ত্রিপুরা