আদ্য বুড়ো

আদ্য বুড়োর ঐ খাদ্য বেশি
জব্দ হয় সে কাশি তে
নুন আনতে পান্তা ফুরায়
পা দিয়েছে আশি তে।

হুঁকোর টানে মজা বেশি
গানের সুরে বাঁশি তে
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
তীর্থ গেছে কাশিতে।

ঘোড়ার পিঠে একলা বসি
টানছে হুকো আনন্দে
বিনে পয়সায় ঘুরছি নাকি
ফেলতে বুঝি ফান্দে!

সুখের হাসি মুচকি হাসি
চিতল মাছের রান্না
কাঁটার ভয়ে ঢোক সে গিলে
আজকে বুঝি পার না।

বিজ্ঞরা সব বুঝে ভালো
যেমন ছাইয়ে আলো
গোরা মানুষ দেখতে ভালো
কালোয় খুঁজে আলো।

ডুগডুগি আর বৈরাগী দু-ই
ফাঁপা লাউ এর ঢোল
প্রেমের বীণা একলা বাজে
ভাঙলে ভাসায় দুকুল।

বলি, জন্মে নয় বর্ণে নয়
কর্মেই পরিচয়
অর্থে, বেশ-ভূষা রূপে নয়
গুনেই পরিচয়।

জীবন গেল এমনি কেটে
আমায় শিক্ষা দিস না
শিক্ষা-দীক্ষা ঢের হয়েছে
আর পরীক্ষা নিস না।

ঘুমটা আবার ভাঙলো কেন
তাই শুধে যায় দিন
ঘুমের ঘোরে ব্যস্ত ছিনু
বাঁচতে কটা দিন।

পিকলু চন্দ
০৪.০৭.২০২০