আগাছা

ঘরের কোণে জমে ওঠা আগাছা
মনের কোণে বাসা বাঁধে,
ফুলে ফুলে ভরে উঠে আগাছা
বংশ বাড়ায় সাধে।

ফুলের গন্ধ তার মন্দ হয় না
ছড়ায় রেনু বাতাসে,
ঝলসে ওঠে মনের খোলা আয়না,
ছুটতে সুদূর প্রবাসে।

ঘরের কোনে বাড়ে জঞ্জাল আগাছা-
ছড়ায় শাখা-প্রশাখা,
বিষ ফুল হয়ে ফুটে মনে আগাছা,
নেমে আসে বিভীষিকা!

ঘরের কোণে বাড়ে, ছোঁয়াচে আগাছা-
জীবনে তার বাসা বাঁধে, আগাছা,
ছড়ায় বাইরে পা মেলি আগাছা,
দৃশ্যময় শুধু আগাছা।

পিকলু চন্দ
০২.০৫.২০২০