অভিমানী

তুমি বড্ড বেশি অভিমানী!
ভাঙবে তবু মচকাবে না
জেনেও তুমি সাড়া দেবে না;
তুমি বড্ড বেশি অভিমানী।

দর্প নয় সে আত্মসমর্পণ-
জড়তার সুপ্ত বিচরণ,
আকাঙ্খার সে বাহ্য আবরণ
নিজেরে নিজেই সমর্পণ।

কল্পনা তব গন্ডিতে বাঁধা
গচ্ছিত জীবনের আকাশে,
স্বপ্ন মেঘেরা যেমন ভাসে
(যেন) অনন্ত বাহুপাশে বাঁধা।

ঝরেই পড়ে হঠাৎ বেগে-
নব কল্পনা প্রাণ আভাসে!
সে কাঙ্খিত মিলন পরশে,
যেমন তৃষা' চাতক জাগে।

তুমি বড্ড বেশি অভিমানী!
ভাঙবে তবু মচকাবে না
জেনেও তুমি সাড়া দেবে না;
তুমি বড্ড বেশি অভিমানী

পিকলু চন্দ
০৬.০৪.২০২০