বুকের মাঝে দাউ দাউ করে জ্বলে উত্তপ্ত অগ্নিশিখা
যার উত্তাপে পুড়ে যায় হৃদয় রাজ্য, আমি শুধু
চোখ বুজে অনুভব করি প্রকাশ করি না।
যে জ্বালা , বয়ে চলেছি একা।

তুমি চলে গেছ অনেক দূরে, দূর হতে বহু দুরে
যতটা দূরে গেলে ছোঁয়া যায় না
হয়তো রোজ ই দেখা হয়ে যায় তোমাতে আমাতে
তবু কাছে নয়, সামনে থেকেও অনেক দূরে
মাঝখানে কাঁচের দেয়াল যা দূরত্ব রেখেছে যায় না দেখা।

তোমার চোখে তাকিয়ে আমি বুঝে গেলাম
আমার সৃতি তোমাকে আজো কাঁদায়
যেমন কাঁদায় আমাকে, বুকের আগুন
মনের হাহাকার মিলে মিশে একাকার
বেদনা মিলায় আকাশের নিলে, আমি তোমাকে
বলছি তুমি আমাকে যেও ভুলে ।


২৭ মে ২০২০ ইং