সেদিন দেখেছিলাম চন্দন বনে;
ফুল হয়ে ফুটেছিলাম তোমার জীবনে!
বাঁশরী হাতে তুমি গাইতে একা;
মধু বনে খুঁজতো তোমার সখা!
আমি ময়ূরীমন পেক্ষম মেলে আসতাম;
চন্দন বনে ফুল মিষ্টি গান শোনাতাম!
মনের ঘরে এঁকেছিলে শতাব্দী ছবি;
তারা শুধু বলতো তুমি শতাব্দী কবি!
আমার জন্য শিখেছিলে ঐ একদিন;
বিরাট আকাশে আলো জ্বালতে সেদিন!
জন্মেছিলে একদিন ঐ পৃথিবীতে;
জীবজগৎ তুমি আমাকে ভালোবাসতে!
ফুল সুবাস ছড়িয়ে ডেকেছিল;
অসংখ্য প্রজাপতি কাছে আসছিল!
সুন্দর মনে মন মন্দিরে যখন;
তোমার সাথে আমার শুভদৃষ্টি তখন!
বসন্ত কোকিলটা ডেকে ডেকে পাগল;
প্রেম জেগেছিল সেদিন পাঠান মোঘল!
তারাও দেখেছিল মিলনের চাঁদ;
ইতিহাসে তখন শতাব্দী সংবাদ!
ফুল হয়ে ফুটেছিলাম তোমার জীবনে!
বাঁশরী হাতে তুমি গাইতে একা;
মধু বনে খুঁজতো তোমার সখা!
আমি ময়ূরীমন পেক্ষম মেলে আসতাম;
চন্দন বনে ফুল মিষ্টি গান শোনাতাম!
মনের ঘরে এঁকেছিলে শতাব্দী ছবি;
তারা শুধু বলতো তুমি শতাব্দী কবি!
আমার জন্য শিখেছিলে ঐ একদিন;
বিরাট আকাশে আলো জ্বালতে সেদিন!
জন্মেছিলে একদিন ঐ পৃথিবীতে;
জীবজগৎ তুমি আমাকে ভালোবাসতে!
ফুল সুবাস ছড়িয়ে ডেকেছিল;
অসংখ্য প্রজাপতি কাছে আসছিল!
সুন্দর মনে মন মন্দিরে যখন;
তোমার সাথে আমার শুভদৃষ্টি তখন!
বসন্ত কোকিলটা ডেকে ডেকে পাগল;
প্রেম জেগেছিল সেদিন পাঠান মোঘল!
তারাও দেখেছিল মিলনের চাঁদ;
ইতিহাসে তখন শতাব্দী সংবাদ!