ঢেউ তোলে মন আয়নাসাগর
ময়ূর পৃথিবীর ঢেউ অজগর
মিষ্টি সকাল আকাশী রং
আজ মন্দিরে ঘন্টা ঢং ঢং
অমাবস্যার নেই রাত কাল
৩৩ কোটি প্রদীপে সকাল
বাতাস নকশা কাজল পাখি
চন্দ্র নৌকায় মাঝিকে দেখি
ফুলমেঘ বর্ষা আল্পনা
মিষ্টি গানে নাচে ঝরনা
সপ্ত সুরে বাজিল বীণা
মোর সরস্বতী তুলসী দেখে আয়না
ঢেউ তোলে সাগর ইন্দ্রধনু
পিছাবনী এ মন ফুলরেনু
মান্দারমনি ঢেউ অজগর
নাচে ঝরনা নদী নূপুর
ময়ূর পৃথিবীর শতাব্দী হাওয়া
মিষ্টি রামধনু রৌদ্রু ছায়া
মিষ্টি সকাল মিষ্টি হাসি
ঢেউ তোলে মন ময়ূর বাঁশি
কৃষ্ণচূড়ায় সিঁন্দুরে ফুল
রাধা বলতে পারো আমার কি ভুল?
তোমার চোখে আমারই আলো
কৃষ্ণ আমি যে কালো
তোমার হাতে ছবি আঁকি তাই
তোমার কন্ঠে গান লিখে যাই
সপ্ত বীণার সুরে সুরে
সপ্ত কোকিল ডাকাডাকি
পিছাবনীর শ্যাম নগরে
অশ্রুচোখে রাধাকে দেখি
সপ্ত সাগর সপ্ত সুরে
তোমার হাতের বীণা আমি
তুমি আমার রাধা তুলসী
তুমি হাসলে আমি খুশি!
চন্দ্র সূর্য দুচোখ লুকাই
তুমি মোর পৃথিবী আমি আকাশটাই
তোমার আঁচলের ছায়ায় ঘুমিয়ে যাই
কল্পনার স্বপ্নে মনে মনে আঁকি
তুমি আমার রাধারাণী তোমাকে কি চিঠি লিখি
মনের দরজায় তুমি পিছাবনী
কৃষ্ণ আমি আকাশবাণী
তুমি ঘরে ঘরে রাধা তুলসী
তুমি হাসলে আমি খুশি!
=(০)=