মানুষের ঐ মনে;
সারা টা জীবনে,
ঘটে কত ঘটনা;
সুখ,দুঃখ, যন্ত্রণা!
দু দিনের বাঁধা ঘর,
যে খেলনার নগর;
হাঁসি কান্না সাগর,
সে ইতিহাস অমর!
বাইরে হাঁসি মুখ;
ভেতরে তোর দুখ,
মিলেমিশে যে সুখ;
আনন্দে ভরে বুক!
ভালোমন্দ কথা;
গোটা জীবন টা,
কিছু হাঁসি,ব্যথা;
জীবনের কবিতা!
সময়ের সাথে,
জীবন ঐ হাঁটে;
সুখের পথে,
কত বন্ধু জোটে!
বিপদের সময়,
আসল চেনা হয়;
বন্ধুর পরিচয়,
যে বন্ধুক নয়!
সেই বন্ধুই ভালো,
যে মনের কথা কইল;
সত্যিকারের বন্ধু,
নিরব নয় কিন্তু!
সুখের খোঁজে;
যার চোখ ভেজে,
ঐ যে সমাজে;
বড় বড় কাজে!
হৃদয় যার বড়;
আসে বারবারও,
ভালোবাসে সেই;
মন ভালো যেই!
ছোট ছোট কথায়,
আঘাত ও পায়;
অভিমানে পালায়,
আবার এসে যায়!
উপরে রাগ দেখায়;
ভেতরে কষ্ট পায়,
জীবনের গীতায়;
সেই কথা কয়!
যার ক্ষমতা যত;
সে একলা তত,
আকাশের মত;
ফুল তারা শত!
সারা টা জীবনে,
ঘটে কত ঘটনা;
সুখ,দুঃখ, যন্ত্রণা!
দু দিনের বাঁধা ঘর,
যে খেলনার নগর;
হাঁসি কান্না সাগর,
সে ইতিহাস অমর!
বাইরে হাঁসি মুখ;
ভেতরে তোর দুখ,
মিলেমিশে যে সুখ;
আনন্দে ভরে বুক!
ভালোমন্দ কথা;
গোটা জীবন টা,
কিছু হাঁসি,ব্যথা;
জীবনের কবিতা!
সময়ের সাথে,
জীবন ঐ হাঁটে;
সুখের পথে,
কত বন্ধু জোটে!
বিপদের সময়,
আসল চেনা হয়;
বন্ধুর পরিচয়,
যে বন্ধুক নয়!
সেই বন্ধুই ভালো,
যে মনের কথা কইল;
সত্যিকারের বন্ধু,
নিরব নয় কিন্তু!
সুখের খোঁজে;
যার চোখ ভেজে,
ঐ যে সমাজে;
বড় বড় কাজে!
হৃদয় যার বড়;
আসে বারবারও,
ভালোবাসে সেই;
মন ভালো যেই!
ছোট ছোট কথায়,
আঘাত ও পায়;
অভিমানে পালায়,
আবার এসে যায়!
উপরে রাগ দেখায়;
ভেতরে কষ্ট পায়,
জীবনের গীতায়;
সেই কথা কয়!
যার ক্ষমতা যত;
সে একলা তত,
আকাশের মত;
ফুল তারা শত!