[CENTER]হাজার জনের সাথে একলা পারব নাকো যুদ্ধতে;
হাজার জনের সামনে একলা পারব নমস্কার জানাতে!
দুই হাতে প্রণাম জানাতে,শক্তি হবে না ক্ষয় তাতে;
মাথা নত করলে ভাই সম্মানহানি হয় না ওতে!
নম্রতাই সম্মান বাড়ায় রাতারাতি ভালো বলে,
সম্মান দিলে সম্মান বাড়ে কমে না তো কোনো ছলে!
যুদ্ধের চেয়ে ভালোবাসলে ভালবাসা কথা বলে,
কাউকে ক্ষমা করলে পরম শান্তি তাতেই মেলে!
ব্যবহারই প্রমান দেয় বংশের মর্যাদা;
সুমিষ্টি ব্যবহার পরিচয় পায় আলাদা!
অহংকার কিসের আমার দুদিনের খেলাঘরে;
যতদিন বাঁচবো ভালোবেসে যাব অন্তরে সবারে!
ভালবাসা দিলে ভালবাসা পাব পরে;
বিশ্বাস আছে বন্ধু,বিশ্বাসে বন্ধন তর্কে বহুদূর গড়ে!
মানুষের অমরতা তো কর্মের ফলে;
কর্ম ভালো হলে সবাই ভালো বলে!
যতদিন বাঁচবো বন্ধু ভালোবেসে যাবো;
ভুল হলে বারবার ক্ষমা চেয়ে নেবো!
তর্কের চেয়ে নীরবতা সম্পর্ক অমরতা;
শত্রু বাড়ে না তাতে বাড়ে শ্রেষ্ঠতা!
হাজার জনের সাথে একলা পারব নাকো যুদ্ধতে;
হাজার জনের সামনে একলা পারব নমস্কার জানাতে![/CENTER]