[Center]পিছাবনী পিছাবনী আগামীর ডাক
চলো আমরা যাই চাঁদের দেশে
যে যা বলুক ভাই বিশ্ব আজ অবাক
চাঁদের মাটিতে আমরা গড়ব বাগান
গড়েছি চন্দ্রযান চাঁদকে ভালোবেসে
ভবিষ্যৎ আশা ঐ চাঁদে অভিযান!
চন্দ্রযান পাড়ি দেবে মানুষ কি ভেবেছিল?
একদিন আশা ঐ চাঁদই হবে প্রাণ
পৃথিবী দূষণ আজ জলন্ত মরুভূমি
চাঁদই আশা ভরসা পিছাবনী আগামী
মানুষ পেরেছে সব চাঁদতারা কিছু নয়
চন্দ্রযান-8 করে না আজ ভয়
একদিন আশা আছে চাঁদ হবে আগামী
পৃথিবীর মাটি ছেড়ে গড়ব বাসভূমি।
আমি আমরা পিছাবনী তুমি কেন পিছিয়ে?
চলো মোরা হাত ধরে যাই এগিয়ে।
ভবিষ্যৎ বলবে তুমি কতটা সফল
চন্দ্রযান তুই পিছাবনী বল!
~®~[/Center]