বৃদ্ধালোক
              কবি কলম-শ্রী রাধাশ্যাম জানা(শ্যামরাজ)

অন্তরের শেষ আশা আজ পূর্ণ হল
এখন নতুন দেশে পাড়ি দেব
শেষ চাওয়া পাওয়ার মধ্যে একটুখানি জল!
তাও পেলাম না নিজ পূত্রের হাতে বল
বহু আশা করে একদিন দেখতে পেলাম,
তোরা সব সুখে থাক,ভালো থাক,আর্শীবাদ করি!
মন দিয়ে পড়াশুনা আর বড় হস নাতিনাতনি
বউমা ছেলেটা আসবে কখন করতো ফোনটা
বাংলার পাঁচ যেন বউমার মুখ
বিড়বিড় করে চলে গেল নিজ রূমে
বোধকরি বুঝলাম এতদিন,
মডার্ন সংস্কৃতি যেন সিনেমার নারী!
এ বুড়া কবে মরবি?
রূমের মধ্যে ফোন করে পতিকে বলেন
ওগো শুনছো,বুড়া যেতে বসেছেন
আসবে কেমন?টিকিট তো কাটোনি?
হ্যাঁ যদি আসো গয়না নিয়ে এসো!
পুত্রের মুখ থেকে শুনতে পেলাম
ওটা চলে গেছেন নাকি এখনও বেঁচে আছেন?
এ সুখের কথা বলব আর কেমন!
কতদিন দেখিনি পুত্রের মুখ পাব কিনা আর দেখা!
স্ত্রী গেছে অনেক আগে মুক্তি দিয়েছি ওকে
থেকে গেছি একা কতদিন নাতিনাতনির মুখ দেখে
ঠিক তখনই গড়িয়ে আসে চোখ থেকে
গোপন ব্যথার বৃষ্টি ঝরে পৃথিবীতে
মুহুর্ত্বে জল হাতে পুত্রের মুখ দেখি!
বড় শাস্তি পেলাম ওর হাতে জল পান করে!
মুক্তি পেলাম এ পৃথিবীর বন্ধন থেকে
ডাক দিলাম হে আল্লাহ,গড,কৃষ্ণ বল হরি!
                  =0=