আজ অনেক বছর পর
আমি খুব সুখে আছি, প্রিয়তমা পাশে,
শখের সন্তান ঘুরে আশেপাশে,
পড়াশোনা শেষে খুব ভাল চাকরি
কর্মব্যস্ত অফিসে নতুন পদোন্নতি
আমি বেশ ভালো আছি।
সেই অনেক বছর আগে
কখন কি হয়েছিল, একটুও মনে পড়ে না;
স্মৃতির ক্যাসেট প্লেয়ার একদম বাজে না।
কে যেন ছিলে তুমি?
কোথায় যেন দেখা তোমার সাথে
কখনো কি চোখ রেখেছিলাম, তোমার চোখে?
কখনো কি অবাক দুচোখ হারিয়েছিল
কাঠালচাঁপার ছায়ায়
নীল পেড়ে শাড়ি আর সবুজ ঘাসে?
হে জলপাই রঙের মেয়ে,
কখনো কি ভেবেছিলে
আরক্ত হৃদয়ে আনত নয়নে
কখন কারে দেখেছিলাম?
আজ হৃদয়ের কোথাও তার কোন স্মৃতি নেই।
তবুও যখন রাত্রি গভীর হয়
নিরব আকাশ বাতাস যখন ঘুমায়
জৈবিক উন্মাদনায় যখন জাগে আদিম প্রাণি
তখন শুধু সেই কাঠালচাঁপার ঘ্রাণে জেগে থাকি।