একটা মনকাঁটা গাছ রেল লাইনের ধারে
অসংখ্য স্বর্ণলতিকা ছেয়ে আছে তারে
তার পাশে দাঁড়িয়ে আমি বললাম
ভালবাসি তোমাকে।
তুমি হাসলে এমন ভাবে
যেন কাঁটা গুলো বিঁধে গেল আমার হৃদয়ে
স্বর্ণলতিকা আর শুধু মন
পড়ে র'লো রেল লাইনের ধারে।
এ হাসি জানি অবহেলায় ভরা
এ হাসি তবুও আমার মনোহরা।
তোমার অসংখ্য প্রেমিক
তাদের নিয়ে তুমি স্বপ্ন বুনো।
আমি তোমায় ভালবাসি
এই বাক্যটুকু শুধু শুনো।
আমাকে তুমি ভালো না বাসো
ভালবেসে যাবার অধিকার শুধু দিও।