আমি তোমাকে মৃত্যুর মত ভালবাসি
অথবা মৃত্যুর চেয়েও বেশি।
এ জীবন শাশ্বত নয়, জরা-জীর্ণতা এঁকে দেয় সীমানা
পৃথিবীর প্রান্তরে মুছে যায় সব প্রেমিকের প্রতিচ্ছবি
অস্ফুট হাহাকার মিশে যায় ঝঞ্ঝাটে বাতাসে
মরীচিকার পিছু ছুটে শব্দ ফেরী করা কবি  
চিরন্তন প্রেম  লুন্ঠিত হয় কামনার পাপে।

আলোর পৃথবীতে প্রেম-ঘৃণা বিপরীতে চলে
বর্ণিল সব ব্যবধান সভ্যতার নামে জন্ম নেয়
অদৃশ্য পেঁচা ডেকে চলে রাতের আঁধারে
আর সব পাখি ঘুমে আচ্ছন্ন শান্তির নীড়ে
অন্ধকারের সেই পেঁচা অবাক তাকিয়ে দেখে
বর্ণহীন পৃথিবীতে কোথাও কোন ব্যবধান নেই।

সমুদ্র ধারণ করার মত শুণ্যতা নিয়েই বেঁচে আছি
সমুদ্রঝড়ে টিকে থাকার মত কাঠামো নেই বলে
এতদিন কাছে আসিনি, জানাইনি আরতির আহবান
ভেঙ্গে চুরে ভালবাসার অন্তিম আশায় অবশেষে এসেছি
তোমার ঝড়ে মিশে নি:শেষে হবো তোমার জলে বিলীন।