আয়নার ভিতর যখন নিজেরে দেখি
তখন তোমারেই দেখি আলগোছে আছ
চোখের ডার্ক সার্কেল,  এলোমেলো চুল
আর মলিন চেহারার ভিতর।

তুমি আমার বুকের বাঁ পাশের পাঁজর।

তোমারে দেখি না কতদিন হয়
কতদিন চলে গেছে মহাকাল জানে
কত বৃষ্টির পর রোদ এসেছে,
এ মাটি সয়েছে কত খরা আর ক্ষয়!

আয়নায় দেখি তোমার ছায়া
তোমার চোখে সীমাহীন বিষ্ময়।